হিরো আলমের আক্ষেপ

0

কাজী নজরুল ইসলামের লেখা গান ‘কারার ঐ লৌহ কপাট’ রিমেক করে তুমুল বিতর্কের মুখে পড়েছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমান। অস্কারজয়ী এই তারকার বিরুদ্ধে নজরুল সঙ্গীতটির সুর বিকৃত করার অভিযোগ উঠেছে। যা নিয়ে দুই বাংলার সংগীত বোদ্ধা থেকে সাধারণ শ্রোতাদর্শকও এ আর রহমানকে তুলোধুনো করছেন।

এ ইস্যুতে এবার মুখ খুলেছেন হিরো আলম। তিনি আক্ষেপ নিয়ে বলেন, ‘আমি কিছু করলেই দোষ হয়। আমার গান করা নিয়ে প্রশ্ন তোলা হয় বারবার। আমি গান গাইলেই নাকি দেশের মানসম্মান চলে যায়। এমনকি গান গাওয়ার কারণে আমাকে মুচলেকা পর্যন্ত দিতে হয়েছে। আমি গান করলে যারা নানা রকম কথা বলেন, তারা আজ কোথায়? আজকে এ আর রহমানের রিমেক গান ‘কারার ওই লৌহ কপাট’ নিয়ে কেন কথা বলছেন না?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here