মোংলায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

0

বাগেরহাটের মোংলায় গৃহবধূকে গণধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ মামলার অন্যতম আসামি মো. রফিকুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। খুলনা র‌্যাব-৬ ও চট্টগ্রাম র‌্যাব-৭ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরীর কসাই গলি এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃক রফিকুল বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার মোর্শেদ সড়কের মো. মান্নান মাস্টারের ছেলে। 

র‌্যাব-৬ এতথ্য নিশ্চিত করে জানায়, গত ২৮ জুন দিবাগত রাতে মোংলা পোর্ট পৌরসভার মোর্শেদ সড়কের বাসায় দর্জির কাজ করার সময় ভিকটিমকে গ্রেফতারকৃক আসামি রফিকুল তার সহযোগী নিয়ে হঠাৎ করে তার দোকানের ভিতর প্রবেশ করে। তখন ভিকটিম কোন কিছু বুঝে উঠার আগে রফিকুল তার সহযোগীরা তাকে এলাপাতাড়ি মারপিটের পর পাশের রুমে নিয়ে গণধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে। বিষয়টি কাউকে জানালে গণধর্ষণের ভিডিও সোসাল মিডিয়ার ছেড়ে দেবার হুমকি দেয়। এ ঘটনার পর ভিকটিম আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে। এ ঘটনার পর খুলনা র‌্যাব-৬ একটি দল ছায়া তদন্তে চট্টগ্রাম র‌্যাব ৭ এর সহয়তা নিয়ে শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরীর কসাই গলি এলাকা থেকে রফিকুলকে গ্রেফতার করে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here