২২ লাখ প্রদীপ জ্বলল অযোধ্যায়

0

ভারতের উত্তর প্রদেশের সরযূ নদীর তীরের শহর চলতি দীপাবলিতে গড়ল নতুন রেকর্ড। অযোধ্যার ৫১টি ঘাটে জ্বালানো হল ২২.২৩ লাখ প্রদীপ। খবর এনডিটিভি। 

গিনেস রেকর্ডে নাম লেখানো এই কাণ্ড ঘটেছে শনিবার সন্ধ্যায়। 

২০১৯ সালে জ্বালানো হয় ৪ লাখ ১০ হাজার দীপ। ২০২০ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয় লাখে। ২০২২ সালে এই সংখ্যা হয় ১৭ লাখ। 

আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে এবারের দীপাবলী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here