রিয়াদ সম্মেলনে গাজা সংকট নিয়ে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আরব লিগ ও ওআইসি নেতারা এই সম্মেলনে যোগ দিয়েছেন।
সম্মেলনের ভাষণে সৌদি যুবরাজ দ্রুত গাজায় ইসরায়েলি অভিযানের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানান। পাশাপাশি তিনি সব জিম্মি ও কারাবন্দীদের মুক্তি দেওয়ার দাবি করেন।
এসময় শান্তি প্রক্রিয়ায় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিও তোলেন সৌদি যুবরাজ। আর সেই ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম।
সূত্র: আল জাজিরা