১৯ মার্চ সন্ধ্যায় সিডনির লাকেম্বাস্থ একটি ফাংশন সেন্টারে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নলিস্ট অ্যাসোসিয়শন বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করে। অনুষ্ঠানে অস্ট্রেলিয়া প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মাদ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসভূমি মিডিয়ার কর্ণধার আকিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক (পিআরএল) কে এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি আইনজীবী ড. সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ মজুমদার ও বীর মুক্তিযোদ্ধা এএইচএম হেলাল উদ্দিন।
প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন। এরপর বীর মুক্তিযোদ্ধারা তাদের স্মৃতিচারণমূলক বক্তব্যে স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন ও স্বাধীনতার মূল্যবোধ প্রচারে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহ সভাপতি মোহাম্মাদ আসলাম মোল্যা, প্রতিষ্ঠাতা সদস্য নাইম আবদুল্লাহ, সহ সভাপতি ড. তারিকুল ইসলাম, সদস্য আকিদুল ইসলাম, মিডিয়া ও কম্যুনিকেশন সম্পাদক জিয়াউল কবির জিয়ন, সদস্য সুহৃদ সোহান হক, সদস্য কবি হায়াত মাহমুদ, আরিফুর রহমান খাদেম, আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে ফটোগ্রাফির দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম ও মোহাম্মাদ রেজাউল করিম।
আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ড. সিরাজুল হক, ড. রফিকুল ইসলাম, নির্মল পাল, ডা. আব্দুল ওহাব, ফজলুল হক শফিক, আবুল হাছান, কামরুল ইসলাম, মোহাম্মদ আলী, মোস্তাফিজুর রহমান তালুকদার মঞ্জু প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও বাংলাদেশী কমিউনিটির সিনিয়র নেতৃবন্দ। এছাড়াও অনুষ্ঠানে অল ইওরোপীয়ান ইউনিয়ন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টিটু তার বক্তব্যে সারা বিশ্বে প্রবাসী সাংবাদিকদের সীমাবদ্ধতার উপর উল্লেখ করেন।
অনুষ্ঠানের বিশেষ পর্বে “দেশের গান দশের গান” শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই পর্বটি সঞ্চালনা করেন ড. রতন কুন্ডু। এ পর্বে স্বাধীনতার কবিতা আবৃত্তি করেন মোস্তাক আহমেদ প্রিন্স, ড. তারিকুল ইসলাম, কবি হায়াত মাহমুদ ও সুহৃদ সোহান হক। সংগীত পরিবেশন করেন সিডনির কণ্ঠশিল্পী নিলুফা ইয়াসমীন, মিঠু স্বপ্ন ব্যান্ড, ইভানা খালেদ, সমীর রোজারিও, এলেন যোশেফ, রুহুল আমিন ও সুহৃদ সোহান হক। সাউন্ড সিস্টেমে ছিলেন এলেন যোশেফ ও সমীর রোজারিও। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সদস্য দিদার হোসেন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মো: দেলোয়ার হোসেন।
সমাপনী বক্তব্যে মোহাম্মদ আব্দুল মতিন আগত অতিথিদের ধন্যবাদ ও নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।