৯ দিন ধরে নিখোঁজ ফিশিং বোটসহ ৬ জেলে

0

কক্সবাজার টেকনাফে ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন মাঝিসহ ৬ জেলে। গত ৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর দক্ষিণ ঘাট দিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য বের হন। এরপর থেকে ৯ দিন ধরে আর হদিস পাওয়া যাচ্ছে না মাছধরার নৌকাসহ মাঝিমাল্লাদের।

শুক্রবার রাতে এ সংক্রান্ত বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মাছ ধরার ফিশিং বোটের অংশীদার হেলাল উদ্দিন।

ফিশিং বোটের অংশীদার হেলাল উদ্দিন জানান, ফিশিং বোটটির অপর অংশীদার ও মাঝি হাবিব উল্লাহসহ মোট ৬ জন জেলে গত শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় সাগরে মাছ ধরার জন্য রওয়ানা দেন। তারপর দিন থেকে মোবাইলে সংযোগ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে গভীর সাগরে ভাসছে তারা। মোবাইল নেটওয়ার্ক এর বাহিরে চলে যাওয়ায় হয়তো তাদের হদিস পাওয়া যাচ্ছে না। 

তিনি আরো জানান, মাছ ধরার ফিশিং বোটে ১৪-১৫ দিন খাওয়ার মত প্রয়োজনীয় খাবার রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়ের সৈয়দ জানান, ‌‌‌‌‌‌‌‌এ বিষয়টি অবহিত হয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here