দিনাজপুরের ঘোড়াঘাটে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কলাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাণীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন আলমগীর হোসেন। পথেমধ্যে কলাবাড়ী এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি বাসের চাকা ফেটে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঘটনার পরপরেই রাস্তার পাশে একটি এলপিজি গ্যাস স্টেশনে বাসটি রেখে চালক ও চালক সহকারী (হেলপার) পালিয়ে গেছেন। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।