ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে পিকআপ-লেগুনা সংঘর্ষে আহত স্বামী-স্ত্রী হাসপাতালে মারা গেছেন।
নিহতরা হলে নির্মল চক্রর্তী (৪০) ও তার স্ত্রী কনী চক্রবর্তী(৩৫)। তারা বরিশাল সদরের বাসিন্দা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকর এক্সপ্রেসওয়ের কুচিয়া মোড়া কলেজ গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে দুপুরে মৃত্যু হয় দুজনের।
হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, আহত অবস্থায় দুজনকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে জানতে পেরেছি। লেগুনা ও রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি দুটি হাসারা হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক।