মেহজাবীনের সমুদ্র দেখার বাসনা ও তারপরের গল্প

0

সমুদ্র দেখার বাসনা, শুধু এই বাসনার ওপর সুখ-দুঃখের গল্প বয়ে গেছে। ছোটপর্দায় জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীনের নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’ আসছে। শিহাব শাহীন পরিচালিত এই ওয়েব ফিল্মটি ১৬ নভেম্বর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

বৃহস্পতিবার নীল জলের কাব্যের ট্রেলার প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে মেহজাবীনের নীল জল ছোঁইয়ার আকুতি। নানাজনের কাছে কক্সবাজারের গল্প শোনে, গল্পের বুনন হয় কিন্তু যাওয়া হয়ে ওঠে না নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ মেহজাবীনের। গভীর নীল জলরাশির মতো গল্পের গভীরতা নিয়ে আসছে ‘নীল জলের কাব্য।’ 

আগামী ১৬ নভেম্বর সাবস্ক্রিপশনের মাধ্যমে নিশো-মেহজাবীনের এই ওয়েব ফিল্মটি দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here