শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের টেম্পল সড়ক দলীয় কার্যালয়ে বগুড়া শহর যুবলীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
শহর যুবলীগের সভাপতি সাহফুজুল ইসলাম জয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজকের যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা শহীদ নূর হোসেন এর মত মৃত্যুঞ্জয়ী বীর সৈনিকদের আত্মত্যাগের ফসল। নূর হোসেন যুবলীগের সেই আদর্শিক কর্মী যিনি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে অকাতরে জীবন দান করেছেন। নূর হোসেন এর আদর্শকে আমাদের ধারণ করে গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, শুধু দিবস পালনের মধ্য দিয়ে নূর হোসেনদের মত বীর সৈনিকদের স্মরণ করলে হবে না। শহীদ নূর হোসেনের আত্মত্যাগকে স্মরণ রেখে প্রতিদিনের কার্যক্রমে তার প্রতিফলন ঘটাতে হবে।