সিলেটের বিশ্বনাথে নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সিরাজ মিয়া উরফে সিরন (৫৭)। তিনি উপজেলার
রামপাশা ইউনিয়নের রামপাশা কোনাপাড়া গ্রামের মৃত আফরাজ উল্লার ছেলে।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় পার্শ্ববর্তী খাজাঞ্চি ইউনিয়নের হোসেনপুর গ্রামের জনৈক খালু মিয়ার বাড়ি সংলগ্ন ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকালে তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। এ সময় লাশের পাশে পড়ে থাকা একটি বিষের বোতলও উদ্ধার করে পুলিশ।