ফরিদপুরের নগরকান্দায় এনজিওকর্মী ইফফাতারা নাসরিন ওরফে মৌসুমীকে (৩০) কুপিয়ে হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের করাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় প্রদানকালে আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১২ জুন তারিখে জেলার নগরকান্দা উপজেলার ধর্মদি গ্রামের এনজিওকর্মী ইফফাতারা নাসরিন (মৌসুমী) এনজিওর ঋনের কিস্তির টাকা উত্তোলন করে অফিসে ফিরে না আসায় অফিসের কর্মকর্তা ও স্বজনরা তাকে খোঁজেও পায়নি। পরদিন ১৩ জুন সকালে অফিস থেকে একটু দূরে পাটক্ষেত থেকে ইফফাতারা নাসরিনের গলায় ওড়না পেঁচানো ও গলা-মাথায় ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওইদিন রাতে ইফফাতারার বোন জামাই জাকির হোসেন বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে এ রায় প্রদান করা হয়। রায়ে তিন আসামি লিয়াকত, জিয়া খান ও খায়েরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। সেই সাথে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের করাদণ্ড প্রদান করা হয়। রায় প্রদানকালে লিয়াকত ও জিয়া আদালতে উপস্থিত ছিলেন এবং খায়ের পলাতক ছিলেন।
রায় প্রদানের বিষয়ে দায়রা জজ আদালতের পিপি সানোয়ার হোসেন বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেছে।