ইসরায়েল প্রতিদিন চার ঘণ্টা যুদ্ধবিরতি পালন করবে: যুক্তরাষ্ট্র

0

 ইসরায়েল প্রতিদিন চার ঘণ্টার জন্য লড়াই স্থগিত করতে সম্মত হয়েছে বলে হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে। উত্তর গাজা থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের পালিয়ে যাওয়ার সুযোগ দিতে ইসরায়েল এই বিরতি পালন করবে। 

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে বিরতি শুরু হবে। 

কিরবি বলেন, হোয়াইট হাউজ বিশ্বাস করে বিরতিগুলি সঠিক লক্ষ্যের একটি পদক্ষেপ এবং যতদিন প্রয়োজন ততদিন এটি চালিয়ে যেতে চায়। গাজায় প্রতিদিন কমপক্ষে ১৫০টি মানবিক ট্রাক পাঠানোর লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র বলেও জানান তিনি। 

এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হামাসের সাবেক প্রধান খালেদ মেশাল একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে মিশরে পৌঁছেছেন।

হামাস জানিয়েছে, প্রতিনিধিদলটি মিশরের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান আব্বাস কামেলের সঙ্গে বৈঠক করে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here