এক গা হিম করা খবর জানা গেল। অল্পের জন্য অপহরণের হাত থেকে বাঁচলেন নেইমারের প্রেমিকা ব্রুনা বিয়ানকার্ডি ও তার সদ্যোজাত মেয়ে।
এক মাস আগেই মেয়ের বাবা হয়েছিলেন ব্রাজিল ও সৌদি ক্লাব আল হিলালের স্ট্রাইকার নেইমার।
সিসিটিভির ফুটেজে দেখা দুষ্কৃতকারীদের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে। তারা ওই বাড়ি থেকে ঘড়ি, গহনা এবং বেশ কিছু ব্যাগ নিয়ে পালিয়েছে।
সূত্র: মার্কা