চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল

0

চ্যাম্পিয়নস লিগে এসে জয়ের ধারায় ফিরলো কার্লো আনচেলত্তির দল। পর্তুগিজ ক্লাব ব্রাগাকে ৩-০ গোলের ব্যবধানে গুঁড়িয়ে নকআউট পর্বে উঠে গেল রিয়াল মাদ্রিদ। তাতে ইউরোপ সেরার মঞ্চে শেষ চার ম্যাচের সবকটিতেই জিতলো স্প্যানিশ ক্লাবটি।

বুধবার (৮ নভেম্বর) রাতে ম্যাচের শুরু থেকেই গোছালো ফুটবল খেলতে থাকে রিয়াল। তবে ম্যাচের চতুর্থ মিনিটে দলের বিপদে ডেকে আনেন লুকাস ভাসকেস। প্রতিপক্ষের ক্রিস্টিয়ান বোরহাকে পেছন থেকে টেনে ফেলে দেন। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে গোল ঠেকিয়ে দলকে রক্ষা করেন আন্দ্রে লুনিন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোছালো খেলা উপহার দেয় রিয়াল। তাতে মাত্র তিন মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ‘লস ব্লাঙ্কোস’রা। পাসিং ফুটবলের নিপুণ দক্ষতায় ফেদে ভালভার্দের পাস ধরে ভাসকেস বল বাড়ান ভিনিসিউসকে। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান।

পরে ৬১ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন রদ্রিগো। মাঝমাঠ থেকে আক্রমণে উঠে ভিনিসিউসকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রদ্রিগো, এরপর স্বদেশি তারকার ফিরতি পাস ধরে চিপ শটে গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন এই তরুণ।

এই জয়ে টানা চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here