গাজীপুর সরকারি মহিলা কলেজের ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি।
এ উপলক্ষে কলেজ মাঠে গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. এ বি এম ইসমাইল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. খন্দকার মুজাহিদুল হক, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসি পারভিন, গাজীপুর শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আসিফুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল হাদী শামীম প্রমুখ। পরে প্রধান অতিথি ও অন্যরা নতুন ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন।