আরব আমিরাতে পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
গত রবিবার (৫ নভেম্বর) রাত ১০ টায় শারজাহ্’র একটি স্থানীয় হোটেলে এই বর্ষপূতি উদযাপিত হয়। এসময় প্রেসক্লাবের সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
কেক কাটা ও আলোচনা সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়। আলোচনা সভায় আগামী ১৮ নভেম্বর বাংলাদেশ প্রেসক্লাব ইউএই এর আয়োজনে বনভোজনের উদ্যোগ নেয়া হয়।