শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বকচর গ্রামের শ্রীবরদী-ভায়াডাঙ্গা রাস্তার উপর ঘটনাটি ঘটে। নিহত আল আমিন (৪৫) পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা গ্রামের লাল মিয়ার ছেলে। অপর চালক আব্দুল্লাহ (৩০) ও মোটরসাইকেল আরোহী মামুন (২৮) আহত হয়েছে।
পুলিশ ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আল আমিন শ্রীবরদী থেকে মোটরসাইকেল দিয়ে ঝিনাইগাতি যাচ্ছিল। এসময় বকচর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে খড় বোঝাই ভ্যান অভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। এ সময় আব্দুল্লাহ ও মামুন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।