প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
সোমবার বিকেলে রাজধানীর পরীবাগে সাবের হোসেনের বাসায় প্রায় দুই ঘণ্টার বৈঠক হয়।
বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে এক ক্ষুদে বার্তায় সাবের হোসেন বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রাণবন্ত এবং বিস্তৃত। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার ইস্যুকে সামনে রেখে এই অংশীদারিত্ব আরও সমৃদ্ধ ও গভীর করার বিষয়ে আজ বিকেলে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আলোচনা আনন্দের।’
এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি পিটার হাস।