মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জাতীয় সংবিধান দিবস পালন

0

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংবিধান দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার কুয়ালালামপুরে হাইকমিশনের মিলনায়তনে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। 

এ সময় দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। আলোচনা সভায় হাই কমিশনার মোঃ শামীম আহসান তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদুরপ্রসারী এবং বলিষ্ঠ নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে স্বাধীনতার মাত্র এক বছরের মধ্যে সংবিধান প্রণয়ন বাঙালির জাতীয় জীবনে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। 

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিনিউটির বিশিষ্ট নেতৃবৃন্দ ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here