বিএনপির দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাস্তায় ছিল আওয়ামী লীগ। অবরোধের প্রতিবাদে রাজশাহীতে মোড়ে মোড়ে অবস্থান নেয়, শান্তি মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার সকালে মহানগরীর কুমারপাড়া দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ করে মহানগর আওয়ামী লীগ। মিছিলে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
সমাবেশ থেকে বক্তারা বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখতে সর্বদা মাঠে থাকার ঘোষণা দেন।