যশোরে নিরাপদ স্যানিটেশন নিশ্চিতকরণ বিষয়ক পরামর্শ সভা

0

আগামী ৬ মাসের মধ্যে যশোর শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল, ক্লিনিকের সেফটিক ট্যাংক আধুনিক যান্ত্রিক পদ্ধতিকে নিরাপদে পরিস্কার করা হবে। এরপর অক্টোবরে স্যানিটেশন মাসে বিষয়টি উদযাপন করা হবে। 

মঙ্গলবার দুপুরে যশোর শহরের জাবির হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এক পরামর্শ সভায় এ কথা জানান যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খান। এসম সেখানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হোসাইন শওকত, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আজম, যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ মোকসিমুল বারি, যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরীফ হাসান উপস্থিত ছিলেন। এছাড়া যশোর পৌর এলাকার ৪১টি হাসপাতাল ও ক্লিনিক এবং ৪০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন এ সভায়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here