ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর বিমান হামলায় তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির ক্যামেরম্যান মুহাম্মদ আলাউলের চার সন্তান নিহত হয়েছে। এছাড়া তিন ভাই-বোনকে হারিয়েছেন তিনি। ওই পরিবারের বাকি সদস্যরা আহত হয়েছেন বলে জানা গেছে।
গত শনিবার গভীর রাতে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অনাদোলু এজেন্সি।
চিকিৎসক জানিয়েছেন, আলাউলের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।
এছাড়া আল-মাগাজি আশ্রয়শিবিরে ইসরায়েলের বোমা হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশির ভাগ নারী ও শিশু। শনিবার রাতের এ হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা এসব তথ্য নিশ্চিত করেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৭৭০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪ হাজার ৮ জনই শিশু। সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি, আল জাজিরা