গাজায় আবারও ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ

0

আবারো অবরুদ্ধ গাজা উপত্যকায় ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের টেলি যোগাযোগ কোম্পানি প্যালটেল জানিয়েছে, গাজায় সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে ইন্টারনেট ও মোবাইল সেবা।

ইন্টারনেট পর্যবেক্ষণ করা সংস্থা নেটব্লক জানিয়েছে, রবিবার দিবাগত রাত ৮.৫০ মিনিট থেকে নতুনভাবে গাজা উপত্যকার সংযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। 

নেটব্লক জানিয়েছে, এটা চলতি মাসে তৃতীয়বারের মতো গাজার ইন্টারনেট ব্লাকআউট।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারপর থেকেই এই উপত্যকায় বিদ্যুৎ, পানি, মোবাইল, জ্বালানি সেবাসহ সবকিছুই ধাপে ধাপে বন্ধ করে দিচ্ছে ইসরায়েলিরা। ফলে ধীরে ধীরে গাজার মানুষদের জীবন যাপন আরো ভয়াবহ হয়ে উঠেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here