কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

0

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তৃতীয় আসরেও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রবল বিক্রমে দুরন্ত শক্তির প্রদর্শনীতে আবারও শিরোপা জয় করেছে বাংলাদেশের দামাল ছেলেরা।

সোমবার ফাইনালে উঠেই কাবাডি বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।

টুর্নামেন্টের অন্য ম্যাচের মতো আজ শুরু খানিকটা কঠিন ছিল। একপর্যায়ে ৭-৬ পয়েন্টে লিড ছিল প্রতিপক্ষ চাইনিজ তাইপের। এরপর প্রতিপক্ষকে আর লিড নিতে দেয়নি বাংলাদেশ। প্রথমার্ধ বাংলাদেশ শেষ করে ২০-১৪ পয়েন্টে। 

দ্বিতীয়ার্ধে দ্বিতীয় লোনার সময় ম্যাচের স্কোরলাইন ছিল ৩৭-২১। ম্যাচের সময় যত যেতে থাকে চাইনিজ তাইপে পয়েন্টে আরো পেছনে পড়তে থাকে। বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া তখন শুধু সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here