এবার পারমাণবিকশক্তি চালিত নতুন সাবমেরিন ‘ইম্পারেটর আলেকজান্ডার-থ্রি’ থেকে আন্তঃমহাদেশীয় বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তবে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষাটি কবে পরিচালনা করা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। জানা গেছে, ১২ মিটার দীর্ঘ বুলাভা ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং এর পরিসীমা ৮ হাজার কিলোমিটার।