শারদীয় দুর্গোৎসব শেষ হবার দুই সপ্তাহ পর বিপুল উৎসাহে ও আনন্দে অস্ট্রেলিয়ায় বসবাসরত ২৩টি পূজা ও সাংস্কৃতিক সংগঠন আজ সম্পন্ন করলো সম্মিলিত বিজয়া সম্মিলন ২০২৩। এই আয়োজনের আহ্বান ছিল ‘অশুভের বিনাশ হোক, শুচি হোক বিশ্বলোক’। সব আসুরিক শক্তির বিনাশ করে, সমগ্র বিশ্বে শান্তি, মঙ্গল ও শুভ শক্তির উন্মেষ হোক, এটাই ছিল প্রার্থনা ও আহ্বান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রাদেশিক ও ফেডারেল পর্যায়ের কয়েকজন এমপি ও মন্ত্রী, কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য, স্পন্সর ও মিডিয়া।
সিডনির সাবার্ব ক্যাম্পসির ওরিয়ন ফাংশান সেন্টারে গতকাল ৪ নভেম্বর (শনিবার) বিকাল ৪টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এই আনন্দঘন মহাসম্মিলন। নিউ সাউথ ওয়েলস প্রদেশ থেকে ১৬টি সংগঠন এবং ভিক্টোরিয়া প্রদেশ থেকে তিনটি সংগঠনসহ বাকি চারটি প্রদেশ থেকে একটি করে, মোট ২৩টি সংগঠনের কয়েকশ’ সদস্য সপরিবারে ও সবান্ধবে এতে অংশগ্রহণ করেন। যেসব সংগঠনের প্রতিনিধি বা সদস্যরা সশরীরে অংশগ্রহণ করতে পারেননি, তারা বিজয়ার শুভেচ্ছা বার্তা, পূজার ছবি ও ভিডিও পাঠিয়েছেন। এতে উপস্থিতি আংশিক ভার্চুয়াল হলেও অংশগ্রহণে পূর্ণতা পেয়েছে।