বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

0

মাদারীপুরের ডাসারে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন এক প্রতিবন্ধী নারী। শুক্রবার (৩ নভেম্বর) বিকেল থেকে উপজেলার নবগ্রাম ইউনিয়নের লস্কর পুকুরপাড় এলাকায় প্রেমিক বিপ্লব বিশ্বাসের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। বিপ্লব বিশ্বাস ওই গ্রামের বিমল বিশ্বাসের ছেলে। ভুক্তভোগী ওই নারী কোটালীপাড়া উপজেলার লকন্ডা গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী নারী বলেন, বিপ্লবের সাথে মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর দেখা করে প্রেমের প্রস্তাব দেয় সে। সে আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। চার বছর ধরে অমাদের প্রেমের সম্পর্ক। সে তিনবার আমার মাথায় সিঁদুর পড়িয়েছে। এমনকি আমার প্রতিবন্ধী ভাতা উত্তোলণ করার সিমটিও তার কাছে। সে অমার প্রতিবন্ধী ভাতা তুলে নেয়। এখন সে আমাকে অস্বীকার করে। তার পরিবারকে জানালে, এই সম্পর্ক মেনে নিতে চায় না। তাই নিরুপায় হয়ে তার বাড়িতে বিয়ের দাবিতে এসেছি। 

এ বিষয়ে নবগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য মিণাল ভুক্তভোগী ওই প্রতিবন্ধী নারীর কথা শুনে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেন। 

অভিযুক্ত প্রেমিক বিপ্লব মুঠোফোনে বলেন, তার সাথে ওই নারীর ফেসবুকে পরিচয়। মাঝেমধ্যে তার সাথে কথা বলতাম, এর বেশী কিছু না। তাকে আমি বাড়িতে আসতে বলিনি।

এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here