কুষ্টিয়ায় অবরোধে বাস চলাচল বন্ধ, চাল যাচ্ছে পুলিশ পাহারায়

0

বিএনপির ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে কুষ্টিয়া অঞ্চলে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। পরিমানে কম হলেও চলাচল করছে পণ্যবাহী ট্রাক। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। আর পুলিশ পাহারায় সারাদেশে সরবরাহ করা হচ্ছে চাল।

রবিবার সকাল থেকে কুষ্টিয়া-ঢাকা, কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-রাজশাহী মহাসড়ক রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়া যাত্রীরা বিকল্প হিসেবে ছোট ছোট যানবাহনে করে অল্প দূরত্বে ভেঙ্গে ভেঙ্গে যাতায়াত করছে। এতে ভাড়া ও সময় বেশি লাগছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। মহাসড়কে বিপুল সংখ্যক তিন চাকার সিএনজি ও ব্যাটারিচালিত যানবাহন দেখা গেছে।

এদিকে অবরোধ সফল করতে বিএনপির কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। নাশকতা এড়াতে শহর ও মহাসড়কে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ পরপর দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here