গাজায় বিপর্যয় থামাতে সব পক্ষকে কাজ করার আহ্বান জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর

0

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি গাজায় বিপর্যয় থামাতে সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটা প্রজন্মের পর প্রজন্ম তাড়িয়ে বেড়াবে। 

আম্মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি আমাদের সবার জোর দেওয়া প্রয়োজন যে, আরও একটি জীবন বাঁচাতে আমরা যা করতে পারি তা করা সবার জন্য অপরিহার্য।

তিনি আরও বলেন, মানুষ হিসেবে আমরা এই সব হত্যাকাণ্ড, জীবনের এত ক্ষয় মেনে নিতে পারি না। ৯০০০ মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে ৩৭০০ শিশু, ১ লাখ ৫০ হাজার ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে, হাসপাতাল ধ্বংস করা হয়েছে; আত্মরক্ষার নামে এটা ন্যায়সঙ্গত হতে পারে না।

ডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here