তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে স্রেফ ৮১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ওই রান ১৫১ বল হাতে রেখেই টপকে যায় পাকিস্তান।
শুরুটা খুব একটা মন্দ হয়নি বাংলাদেশের। অষ্টম ওভারে এসে প্রথম উইকেট হারায় তারা। ১৭ বলে ৬ রান করা শামীমা সুলতানাকে আউট করেন সাদিয়া ইকবাল, উম্মে হানির হাতে ক্যাচ দেন তিনি। এই সাদিয়াই ফেরান বাংলাদেশের বাকি দুই টপ অর্ডার ব্যাটারকে।
কিন্তু তিনিও ইনিংস বড় করতে পারেননি। ২ চারে ৩২ বলে ১৩ রান করে নিদা দারের বলে বোল্ড হন জ্যোতি। এর বাইরে ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পেরেছেন ফাহিমা খাতুন ও রিতু মণি। ৩৭ বলে ১৮ রান করেন ফাহিমা, ২১ বলে ১৪ রান আসে রিতুর ব্যাট থেকে।
পাকিস্তানের পক্ষে ৯ ওভারে দুই মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ৪ উেইকেট নেন সাদিয়া ইকবাল। এছাড়া তিনটি করে উইকেট পান উম্মে হানি ও নিদা দার।
রান তাড়ায় নামা পাকিস্তানের ২৭ রানেই তিন উইকেট তুলে নিয়ে কিছুটা আশা দেখিয়েছিল বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটার সিদরা আমিনকে ১৮ বলে ৭ রান করার পর নাহিদা এলবিডব্লিউয়ের ফাঁদে পেলেন। আরেক ওপেনার সাদিফ শামস হন রান আউট।
৮ বলে ৩ রান করা বিসমাহ মারুফকে এলবিডব্লিউ করেন নাহিদা আক্তার। কিন্তু এরপর দলের হাল ধরেন নিদা দার। মুনিবা আলির সঙ্গে ১৫ রানের জুটি গড়েন নিদা। ১৯ বলে ৬ রান করা মুনিবাকে ফাহিমা বোল্ড করেন।
পরে আলিয়া রিয়াজকে সঙ্গে নিদার জুটি হয় ২৮ রানের। ২১ বলে ১৬ রান করা আলিয়াকেও নাহিদা এলবিডব্লিউ করেন। কিন্তু নিদাকে ফেরানো যায়নি। ৩ চারে ৫৯ বলে ৩৫ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।