নেপালের প্রত্যন্ত অঞ্চলে শুক্রবার আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দেড়শ’ জনে দাঁড়িয়েছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজে সহায়তার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কাঠমান্ডু থেকে ৫০০ কিলোমিটার দূরের জেলা জাজারকোট ও পশ্চিম রুকুমে ভূমিকম্পটি আঘাত হানে।
নেপালের সেনা মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পে ১০০ জন আহত হয়েছে। জাজারকোটের হাসপাতাল আহত মানুষে পরিপূর্ণ। স্থানীয় পৌর মেয়র জানিয়েছে, মানুষের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে। অনেকেই খোলা আকাশের নীচে অবস্থান করছেন।
সূত্র: বিবিসি