রবিবার বৈশাখীতে যা থাকছে

0

বৈশাখীর সকালের গানে আগামীকাল রবিবার গাইবেন কণ্ঠশিল্পী ইয়াসমিন লাবন্য। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে রবিবার সকাল ৮টা ২০ মিনিটে। অনুষ্ঠানটির প্যানেল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন রবিউল হাসান সুজন ও মামুন আব্দুল্লাহ। 

ইয়াসমিন লাবন্য মূলত আধুনিক গানের শিল্পী। কিন্তু সব ধরনের গানেই তিনি অভ্যস্ত। রবিবার প্রচার হবে তার গাওয়া ৯টি গান। ইয়াসমিন লাবন্য বলেন, গানগুলো গেয়ে নিজের কাছে ভালো লাগছে। গানগুলো দর্শকদেরও খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস। 

বৈশাখী টিভির দীর্ঘ ধারাবাহিক ‘ফ্যামিলি ডিসটেন্স’। প্রচারিত হচ্ছে প্রতি শনিবার, রবিবার ও সোমবার রাত ৯.২০ মিনিটে। হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি যোহর, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, সাবেরি আলম, শফিক খান দিলু, হারুনুর রশিদ বান্টি, শাহেদ শরিফ খান, হাসান জাহাঙ্গীর, আশিক চৌধুরী,  চাঁদনী, তারিক স্বপন, সিয়াম নাসির, অনন্য অনু, আইবি নূর, নিঝুম রুবিনা, শরীফ সরকার, সাবরিনা সুইটি প্রমুখ।  

নাটকের গল্প সম্পর্কে বলতে গিয়ে পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, টাকা হলেই জীবনের সুখ আসে না। সম্পর্ক টিকে থাকে না। কোন না কোন কারণে সমাজ এবং সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষ। কেন এবং কি কারণে সমাজ থেকে, পরিবার থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে-ডিসটেন্স তৈরি হচ্ছে-তারই প্রতিফলন ঘটবে এই দীর্ঘধারাবাহিক নাটকে। যা দর্শক নন্দিত হবে বলে আমার বিশ্বাস। 

নাটকের গল্পে দেখা যাবে ইমতিয়াজ চৌধুরী বাবা মার দেওয়া দায়িত্ব পালনে স্বার্থপরের ভূমিকা নিয়ে ভাই বোনের সম্পত্তি আত্মসাৎ করে আজ তিনি অনেক বড় লোক। মিল-ফ্যাক্টরি-হসপিটাল গার্মেন্টস অনেক ব্যবসা তার, উল্টোদিকে ইমতিয়াজ চৌধুরীর ভাই-বোন বাবা-মায়ের সম্পত্তি হারিয়ে একজন মানসিক রোগী। একজন ভিক্ষাবৃত্তি করে সংসার চালায়। অন্যজন অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে। ইমতিয়াজ চৌধুরী নিজের সুখের জন্য ভাই বোনের খবরটুকু পর্যন্ত রাখেন না। জীবনকে উপভোগ করতে গিয়ে একে একে চার বিয়ে করেছেন। কোন সংসারেই তার সন্তান নেই। সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দিনের পর দিন। শুধু সন্তানের অভাবে। এভাবেই এগিয়ে চলে ডিসটেন্স নাটকের কাহিনী।

ধারাবাহিক ‘বউ শাশুড়ি’

বৈশাখী টিভির নিয়মিত ধারাবাহিক ‘বউ শাশুড়ি’। রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি। টিপু আলম মিলনের গল্পে, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, অহনা, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহদে, অনামিকা, গুলশান আরাসহ অনেকেই। 

নাটকের কাহিনী যেভাবে এগিয়েছে-গল্পের নায়ক আবিরের বিয়ে নিয়ে পরিবারের সবাই যখন ব্যতিব্যস্ত তখন আবির তার প্রেমিকা শিলাকে বিয়ে করে বাসায় নিয়ে আসে। শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব। কারণ আবিরের মা রওশন আরা তার ছেলের সঙ্গে কোনো আলোচনা না করেই তার ব্যবসায়িক পার্টনার আজমল সাহেবের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে। কারণ আজমল সাহেবের মেয়েকে পুত্রবধূ বানাতে না পারলে রওশন আরাকে পুরো পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। মেজো ছেলে দুলাল দায়িত্ব নেয় শিলাকে বাড়ি থেকে বের করে আজমল সাহেবের মেয়ে ডায়নাকে বাড়ির বউ করার। সে আদৌ কি সেটা পারবে? পারিবারিক এমনই নানা উত্তেজনা আর নাটকীয়তা নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।

বৈশাখী তিন সিনেমা

সকাল ১০.১০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘সাহসী মানুষ চাই’। অভিনয়ে-শাকিব খান, কেয়া, সোহেল রানা, রাজীব প্রমুখ। 

দুপুর ২টা ৪৫ মিনিটে রয়েছে ‘ধোকা’। অভিনয়ে-মান্না, পূর্ণিমা, মিশা সওদাগর প্রমুখ। 
রাত ১২টায় ‘ঢাকার রানী’। অভিনয়ে-মুনমুন, অমিত হাসান, পলি, রানা হামিদ প্রমুখ। 

বৈশাখী টেলিভিশনে রবিবার
ভোর
৬.০০: ইসলামী অনুষ্ঠান-ইসলাম ও সুন্দর জীবন। প্রযোজনা: আলমগীর রাসেল।
৬.৩০: ইসলামী অনুষ্ঠান-সুন্দর জীবন। 

সকাল
৭.০০: ইসলামী অনুষ্ঠান-আল কোরানের বাণী। প্রযোজনা: আলমগীর রাসেল।
৭.৪৫: দেশের গানের অনুষ্ঠান ‘জন্মভূমি। প্রযোজনা: মামুন আব্দুল্লাহ্।
৮.২০: বৈশাখী সকালের গান। গাইবেন ইয়াসমিন লাবন্য। প্রযোজনা: লিটু সোলায়মান।
৯.১০: মিউজিক অ্যালবাম। প্রযোজনা: আলমগীর রাসেল।
৯.৩০: ধারাবাহিক নাটক-‘মুসা’।
১০.১০: সকালের বাংলা সিনেমা ‘সাহসী মানুষ চাই’। অভিনয়ে-শাকিব খান, কেয়া, সোহেল রানা, রাজীব প্রমুখ।

দুপুর 
১.০০:  চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান: শুধু সিনেমার গান। 
১.৩০:  তুর্কি ধারাবাহিক নাটক-‘শিকারি’।
২.৪৫: বাংলা সিনেমা: ‘ধোকা’। অভিনয়ে-মান্না, পূর্ণিমা, মিশা সওদাগর প্রমুখ।
সন্ধ্যা
৬.০০: ধারাবাহিক নাটক- ‘কমেডি ৪২০’।
৬.৩০: ধারাবাহিক নাটক- ‘হাইপ্রেশার’।

রাত 
৮.০০: বিজনেস শো: বিজনেস বাংলাদেশ। প্রযোজনা: আলমগীর রাসেল।
৮.৪০: ধারাবাহিক নাটক- ‘বউ শাশুড়ি’। অভিনয় : শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, অহনা, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি। গল্প: টিপু আলম মিলন, পরিচালনা: আকাশ রঞ্জন।
৯.২০: ধারাবাহিক ‘ফ্যামিলি ডিসটেন্স’। হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায়  এতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি যোহর, ওয়াহিদা মলি¬ক জলি, চিত্রলেখা গুহ, সাবেরি আলম, শফিক খান দিলু, হারুনুর রশিদ বান্টি, শাহেদ শরিফ খান, হাসান জাহাঙ্গীর, আশিক চৌধুরী,  চাঁদনী, তারিক স্বপন, সিয়াম নাসির, অনন্য অনু, আইবি নূর, নিঝুম রুবিনা, শরীফ সরকার, সাবরিনা সুইটি প্রমুখ।  

১০.০০: একক নাটক- ‘গান ম্যান’। অভিনয়-জাহিদ হাসান, অর্ষা, তারিক স্বপন, আলীরাজ প্রমুখ।
১২.০০: বাংলা সিনেমা: ‘ঢাকার রানী’। অভিনয়ে- মুনমুন, অমিত হাসান, পলি, রানা হামিদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here