শাহরুখকে শুভেচ্ছা জানাতে এসে চুরি গেল ৩০টি মোবাইল

0

শাহরুখ খানের জন্মদিনে তার বাংলো মান্নাতের সামনে প্রতি বছরই তুমুল ভিড় জমে। ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর সাফল্যের বছরে এতটাই বাড়াবাড়ি ছিল যে হুড়োহুড়ি থামাতে লাঠি চালাতে হয় পুলিশকে। আর এ সুযোগে চুরি হয়েছে কমপক্ষে ৩০টি মোবাইল।

গত ২ নভেম্বর ছিল কিং খানের জন্মদিন। ওই দিন প্রথম প্রহর থেকে উৎসবে মাতেন সারা বিশ্বের ভক্তরা। প্রিয় তারকার ৫৮তম জন্মদিন পালন করেছেন নানা আয়োজনে।

এত ঠেলাঠেলির চাপে ঘটে গেল বিপত্তি। ভক্তদের পকেট থেকে চুরি গেল ৩০টি ফোন। পরে ২৩ বছর বয়সী আরবাজ খান যান পুলিশে অভিযোগ জানাতে, তখন জানতে পারেন, আরো ১৫ জন এরই মধ্যে মান্নাতের সামনে থেকে ফোন চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেছেন। এখন চুরি যাওয়া ফোন উদ্ধারে চলছে অনুসন্ধান।

গত বুধবার মধ্যরাতে অল ব্ল্যাক লুকে ভক্তদের দেখা দেন শাহরুখ। মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্ট সঙ্গে কালো টি শার্ট, মাথায় কালো টুপি পরে দুই হাত খুলে শাহরুখ দাঁড়ালেন মান্নাতের ব্যালকনিতে। পরের দিনও ভক্তদের সঙ্গে সময় কাটান শাহরুখ। মান্নাতে দর্শন দেওয়ার পাশাপাশি ফ্যান ইভেন্টে অংশ নেন।

হাজার কোটির মাইলফলক পার করা পাঠান, জাওয়ানের পর ডিসেম্বরে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘ডানকি’। পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। অবশ্য এর আগে ক্যামিও রোলে সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমায় ধরা দেবেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here