যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বোমা হামলায় জিয়া ফকির (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জিয়া ফকির রানাগাতী গ্রামে ওহাব ফকিরের ছেলে।
অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা কেন এই হামলা চালিয়েছে, সে ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে পুলিশ। নিহত জিয়া ফকিরের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে বলে জানান তিনি।