২০২১ সালে আচমকাই প্রেমিক রোহমান শলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তারপর ললিত মোদীর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ধুমকেতূর মতো উত্থান হয় প্রাক্তন মিস ইউনিভার্সের। প্রকাশ্যে সুস্মিতাকে ভালবাসার কথা জানান প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদী। যদিও নীরব ছিলেন সুস্মিতা। এর মাঝে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। তারপর কাজে ফিরেছেন। সেই থেকেই তার সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যেত প্রাক্তন প্রেমিক রোহমান শলকে। যদিও প্রাক্তন প্রেমিকের ফিরে আসা নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। তবে এবার সকলের সামনেই রোহমানকে ‘বাবু’ বলে আদুরে সম্বোধন করলেন সুস্মিতা। প্রাক্তনের কাছে কি তা হলে ফিরে গেলেন অভিনেত্রী?
সম্প্রতি ‘আরিয়া ৩’-এর প্রচারের এসেছিলেন সুস্মিতা। সঙ্গে ছিলেন এই সিরিজের অন্য কলাকুশলীরা। সেখানেই সুস্মিতাকে না জানিয়ে চলে আসেন রোহমান। অপেক্ষা করছিলেন কতক্ষণে শেষ হবে তার কাজ। সুস্মিতার কাজ শেষ হতেই খানিকটা আচমকা এসেই অভিনেত্রী চমকে দেন। রোহমানকে দেখে সুস্মিতা বলেন, “বাবু, তুমি এখানে!”