চকরিয়ায় যুবককে নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা

0

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া মাতামুহুরী ব্রীজ থেকে নগদ টাকা ও মোবাইল কেড়ে নিয়ে অজ্ঞাত এক যুবককে পানিতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার চিৎকারে মাছ ধরতে যাওয়া এক যুবক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এসময় তার টমটম ব্রীজের উপর ছিল বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানায়। উদ্ধার হওয়া যুবকের নাম পরিচয় জানা যায়নি। 
চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মৌলভীর চরের আবু ছৈয়দ জানান, জাল দিয়ে মাছ ধরার সময় মাঝ নদীতে এক যুবককে চিৎকার করতে দেখে সাঁতরিয়ে গিয়ে উদ্ধার করি। পরে তাকে বেহুশ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here