হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আঞ্চলিক যুদ্ধ থামাতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই গাজায় আগ্রাসন থামাতে হবে।
গাজায় ইসরায়েলি আক্রমণের ২৮ তম দিনে ভাষণে হিজবুল্লাহ প্রধান এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা আমেরিকান জাহাজের জন্য ইতোমধ্যে প্রস্তুতি সেরে ফেলেছি। আমরা তাদেরকে আফগানিস্তান, ইরাক, সিরিয়া এবং লেবাননে পরাজয় স্মরণ করার আহ্বান জানাই।
আমেরিকা তাদেরকে বার্তা দিয়েছে জানিয়েছে নাসরুল্লাহ বলেন, আমরা লড়াই চলমান রাখলে নাকি তারা ইরানে বোমা ফেলবে। আমাদের প্রতিরোধ বন্ধ করবে সাহস কত! ভূমধ্যসাগরে আপনাদের জাহাজ আমাদের ভীত করে না। তিনি বলেন, লেবানন ফ্রন্টে সকল অপশন টেবিলে আছে। এটা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সকল অপশন টেবিলে আছে।
নাসরুল্লাহ বলেন, ইসরায়েল আমাদের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা ফেললে আমরাও তাদের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা ফেলব। তারা কি কাজ করবে সেটার ওপর নির্ভর করবে আমরা কী করব।