ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে সতর্ক করে বলেছেন, উত্তর সীমান্তে ইসরায়েলের শত্রুদের যে কোনো ভুল, হিজবুল্লাহর জন্য ‘অকল্পনীয় মূল্য’ বয়ে আনবে।
নেতানিয়াহু বলেন, ‘আমাদের সঙ্গে ভুল করবেন না।’
গাজা সীমান্তের নিকটবর্তী বেশ কয়েকটি শহর খালি করার পর ইসরায়েল ‘আর্থিক চাপের মধ্যে’ রয়েছে বলেও অভিহিত করেছেন নাসরুল্লাহ। তিনি বলেন, ইসরায়েল উদ্বিগ্ন যে যুদ্ধের ফ্রন্ট বাড়তে পারে।