অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন

0

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, ‘হুমায়রা হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

জানা গেছে, বর্তমানে হিমুর মরদেহ রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে রয়েছে। আজ দুপুরের পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে মারা গেছেন, সেটা জানা যায়নি। এতে হুমায়রা হিমুর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান গণমাধ্যমকে বলেন, ‘এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গেলে বোঝা যাবে ঘটনা কি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here