বিতর্কিত পোশাকের কারণে প্রায়ই আলোচনায় থাকেন উরফি জাভেদ। এবার ছোট পোশাকের কারণে উরফি জাভেদকে ‘গ্রেফতার’ করার অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যম বলছে, শুক্রবার সকালে প্রকাশ্যে আসা একটি ভিডিও দেখা যায়- একটি ক্যাফের বাইরে উরফির সঙ্গে কথা বলছেন দু’জন নারী পুলিশ। উরফিকে থানায় যেতে বলছেন এক পুলিশ সদস্য।
উরফি থানায় নেয়ার কারণ জিজ্ঞেস করলে এক পুলিশ সদস্য বলেন, ‘এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে?’ তাদের বাদানুবাদ চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলেন ওই দুই পুলিশ সদস্য। এর পরেই উরফিকে গ্রেফতারের জল্পনা উঠেছে। তবে তাকে সত্যিই গ্রেফতার করা হয়েছে কিনা, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে ভারতীয় এক সংবাদমাধ্যম।
খোলামেলা পোশাকের কারণে বহুবার বিতর্কের মুখে পড়েছেন উরফি। গত মাসে, বান্দ্রা থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করা হয়েছিল। তখন উরফি নিজে থেকেই থানায় গিয়েছিলেন।