২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বরিশালের পোর্ট রোড আড়তে হাজার মণ ইলিশ

0

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বরিশালের পোর্ট রোড আড়তে এসেছে বিপুল পরিমাণ ইলিশ। তবে সাইজে ছোট। নদীর অন্যান্য মাছও এসেছে প্রচুর। তুলনামূলক কম দামে ইলিশসহ অন্য মাছ কিনতে পেরে খুশি ক্রেতারা। এবারের অভিযান সফল হয়েছে দাবি মৎস্য বিভাগের। 

ডিমওয়ালা মা ইলিশ সংরক্ষণের জন্য ১২ অক্টোবর থেকে ২২ দিন দেশের সব নদীতে মাঠ ধরায় নিষেধাজ্ঞা জারী করে মৎস্য বিভাগ। গত ২ নভেম্বর রাত ১২টায় নিষেধাজ্ঞা শেষে বরিশালের পোর্ট রোড আড়তে আসতে শুরু করে হাজার হাজার মণ ইলিশ। জেলেদের দাবি, নিষেধাজ্ঞাকালীন শিকার করা ইলিশ সংরক্ষণ করে বাজারে আনা হয়েছে। এ কারণে প্রচুর ইলিশের আমদানী হয়েছে আড়তে। বরফ সংকটের কারণে ইলিশ সংরক্ষণ করা যাচ্ছে না বলে তারা জানান।

জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, নিষেধাজ্ঞা শেষে এক যোগে সব জেলেরা নদীতে মাছ শিকার করছে। এ জন্য বাজারে ইলিশসহ সব ধরনের মাছের আমদানী বেশি। ধরা পড়া ইলিশের বেশীরভাগ পুরুষ এবং সাইজে ছোট।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here