সত্যিই কি হিজবুল্লাহর কাছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ওয়াগনার?

0

লেবানন প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর কাছে ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে রাশিয়ার ভাড়াটে সেনা গ্রুপ ওয়াগনা- আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল-বিরোধী লড়াইয়ে ক্রেমলিন সক্রিয় সহযোগিতার পথে হাঁটতে চলেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে। ওই রিপোর্ট জানাচ্ছে, ইউক্রেনের যুদ্ধে অংশ নেওয়া পুতিনের ভাড়াটে বাহিনী ওয়াগনার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে আধুনিক ক্ষেপণাস্ত্র দিতে চলেছে।

নানা ক্যালিবার এবং পাল্লার রকেটের পাশাপাশি হিজবুল্লাহর হাতে রয়েছে ‘গাইডেড’ ক্ষেপণাস্ত্রও! সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং তার উত্তরসূরি রাশিয়ার তৈরি একাধিক ক্ষেপণাস্ত্র এবং রকেট রয়েছে সেই তালিকায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত রুশ রকেট কাতুসা এবং তার পরবর্তী সংস্করণ বিএম-২১ গ্রাদ হিজবুল্লাহর অন্যতম শক্তি।

সামরিক ট্রাকে বহনযোগ্য ১০৭ এবং ১২২ মিলিমিটারের এই ‘মাল্টি ব্যারেল রকেট’-এর বেশ কয়েকটি সংস্করণ রয়েছে হিজবুল্লাহর হাতে। ১১ থেকে ৫২ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের কয়েকটি ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োগ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সোভিয়েত জামানার ৩৫ কিলোমিটার পাল্লার বিএম-২১ উরগান এমনকি, ৫০০ কিলোগ্রাম বিস্ফোরকবাহী ৭০০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘স্কাড’ রয়েছে হিজবুল্লাহর অস্ত্রাগারে। এই পরিস্থিতিতে এসএ-২২ হাতে পেলে তারা ইসরায়েলি বিমানহানার মোকাবিলায় সুবিধা পাবে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ।

তবে গণমাধ্যমের প্রতিবেদনের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। এমনকি এ বিষয়ে লেবানন হিজবুল্লাহ ও রাশিয়ার পক্ষ থেকেও কোনো দায়িত্বশীল ব্যক্তি কোনো মন্তব্য করেননি। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, টাইমস অব ইসরায়েল, নিউ ইয়র্ক পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here