কবি আসাদ চৌধুরী স্মরণে টরন্টোতে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৫ নভেম্বর টরন্টোর ৪৯ ফেলস্টিড অ্যাভিনিউয়ের সেন্ট প্যাট্রিক ক্যাথলিক সেকেন্ডারি স্কুলের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। টরন্টোর সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই নাগরিক স্মরণসভা সফলভাবে করার জন্য গত ১৫ অক্টোবর এবং ২৫ অক্টোবর টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ অ্যাভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে দুটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সভায় কবি দিলারা হাফিজকে আহ্বায়ক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ হোসেন ও কবি দেলওয়ার এলাহীকে যুগ্ম সম্পাদক মনোনীত করা হয় নাগরিক স্মরণসভা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর কবি আসাদ চৌধুরী টরন্টোর অশোয়ার লেক রিজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরের দিন শুক্রবার বাদ জুমা কবির জানাজা অনুষ্ঠিত হয় টরন্টোর নাগেট মসজিদে। পরে সেই দিন বিকেলে কবির মরদেহ পিকারিং ডাফিন মেডোজে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।