গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে অধিকৃত পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীর জুড়ে সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় সাড়ে আট হাজারের বেশি এবং অধিকৃত পশ্চিম তীরে ১২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি আল জাজিরাকে জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর জুড়ে রাতারাতি ইসরায়েলি অভিযানে কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
এদিকে হামাস বলেছে, জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় তিনজন বিদেশী পাসপোর্টধারীসহ সাত জন বেসামরিক জিম্মি নিহত হয়েছে।
হামাসের কর্মকর্তা গাজী হামাদ বলেছেন, ইসরায়েল ‘নির্বিচারে বোমা বর্ষণের সময় জাতীয়তা নির্বিশেষে গাজার বন্দীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নয়।