বরিশালে কৃষি প্রযুক্তি গ্রহণযোগ্যতা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর ধান গবেষণা ইন্সটিটিউটের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি বিষয়ক বিশেষ কমিটির প্রতিষ্ঠানবহির্ভূত বিশেষজ্ঞ প্যানেলের সদস্য ড. রহিম উদ্দিন আহমেদ, নুরুল ইসলাম ভুঁইয়া, ড. মো. আ. হামিদ এবং ড. ওয়ায়েস কবির।
এছাড়া কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, বীজ ও কৃষি যন্ত্রপাতি ব্যবসায়ী সহ ৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
কর্মশালায় দক্ষিণাঞ্চলের মাঠ পর্যায়ে ব্যবহৃত দেশের ৬ টি গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবিত ফসলের জাত এবং বিগত পাঁচ বছরের জাত-প্রযুক্তিগুলোর সুবিধা, অসুবিধা ও সম্ভাবনা বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (ডাবিøউএমআরআই), পাট গবেষণা গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)।