গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়েছেন পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। তিনি আক্ষেপের সঙ্গে এও বলেছেন- তার মতো তারকার প্রতিবাদও খুব একটা পার্থক্য গড়বে না। গোমেজ বলেন, ‘আমি দুঃখিত, যদি আমার কথাগুলো সবার জন্য পর্যাপ্ত না হয়। আমি নিরপরাধ মানুষের পাশে দাঁড়াতে পারিনি, এটাই আমাকে অসুস্থ করে তুলছে। আমি যদি পৃথিবীটা পরিবর্তন করতে পারতাম! কিন্তু একটি পোস্ট দিয়ে সেটি হবে না।’
তিনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি, কারণ বিশ্বে যে সমস্ত ভয়াবহতা, ঘৃণা, সহিংসতা এবং সন্ত্রাস চলছে তা দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। মানুষকে নির্যাতিন ও হত্যা করা বা যেকোনো একটি গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণার কোনো কাজ করা ভয়াবহ অপরাধ। আমাদের সকল মানুষকে, বিশেষ করে শিশুদের রক্ষা করতে হবে এবং ভালোর জন্য সহিংসতা বন্ধ করতে হবে।’