অবশেষে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা ফিরেছেন

0

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষাণা করা হয়। 

এ কারণে সেন্টমার্টিনদ্বীপে ভ্রমণে আসা পর্যটকরা আটকা পড়েন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অবশেষে তারা 
ফিরে এসেছেন।

তিনি বলেন, ‘সোমবার সকালে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হয়। এতে টেকনাফ থেকে পর্যটকবাহী তিনটি জাহাজে করে প্রায় আড়াই শতাধিক পর্যটক দ্বীপে পৌঁছায়। আবার এসব জাহাজ ফেরার সময় আটকা পড়া হাজারো পর্যটক ফিরে এসেছেন।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান জাহাজ চলাচল শুরু হয়েছে জানিয়ে বলেন, দুর্যোগপূর্ণ
‘আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ আবার চলাচল শুরু করেছে। এসব জাহাজে করে দ্বীপে আটকা পড়া পর্যটকরা ফিরে আসেন।’

এ ব্যাপারে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘একদিন পর জাহাজ চলাচল শুরু হয়েছে। তিনটি জাহাজে করে ২০০-৩০০ পর্যটক দ্বীপে বেড়াতে এসেছে। অনেকে রাত্রীযাপন করবেন। তবে আটকা পড়া পর্যটকসহ অনেকে সোমবার দ্বীপ ত্যাগ করেছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here