অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, গত ৫ বছরে বিমানবন্দরের কাস্টমস এক হাজার ৪০৮ কেজি স্বর্ণ উদ্ধার করেছে যার আনুমানিক মূল্য ১ হাজার ২২৬ কোটি টাকা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সংসদ অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী এ তথ্য জানান।