নাটোরে শিক্ষা সহযোগিতা বিষয়ক কর্মশালা

0

নাটোরে মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কর্মসূচির সমাপনী ও স্থায়ীত্বকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে সদর উপজেলার ধরাইল এলাকায় ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা রুম টু রিডের আয়োজনে এই কর্মশালায় বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন আক্তার, রুম টু রিডের জেলা অফিসের ফিন্ড ম্যানেজার জয়নাল আবেদিন, প্রোগাম অফিসার বাসন্তী লতা দাস, বিদ্যালয়টির সাবেক সভাপতি রাজ্জাক মোল্লা, মোস্তাফিজুর রহমান, নঈম হোসেন, সাবেক প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ শিক্ষার্থীদের অভিভাবকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here